শনিবার , ২ জুলাই ২০২২ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের চট্টগ্রাম
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. ইসলামিক
  8. কবিতা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি সংবাদ

অধ্যক্ষ লাঞ্ছিতের ঘটনায় আওয়ামী লীগ নেতাকে অব্যাহতি

প্রতিবেদক
দৈনিক ভোরের আওয়াজ
জুলাই ২, ২০২২ ৩:০৭ পূর্বাহ্ণ

নড়াইলে কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় বিছালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন টিংকুকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগ। এছাড়া, ঘটনার সঙ্গে সম্পৃক্ততা বিষয়ে ৩ দিনের মধ্যে তার লিখিত জবাব চেয়েছে দল।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের শিক্ষক।

নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, তার উপস্থিতিতেই মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমারকে লাঞ্ছিত করা হয়। দলের দায়িত্বশীল পদে থেকে তার এ অবস্থান দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। নোটিশে আগামী ৩ দিনের মধ্যে তার অবস্থান নিয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাহুল দেব রায় নিজের ফেসবুক আইডিতে নূপুর শর্মার ছবি ব্যবহার করে লেখেন-প্রণাম নিও বস ‘নূপুর শর্মা’ জয় শ্রীরাম। এ পোস্ট দেয়ার পর গত ১৮ জুন সকালে কলেজে আসেন রাহুল। এরপর তার বন্ধুরা পোস্টটি মুছে ফেলতে বললেও সে পোস্ট মুছেননি রাহুল।

শিক্ষার্থীরা বিষয়টি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জানান। এক পর্যায়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের সব শিক্ষকদের পরামর্শে রাহুলকে পুলিশের হাতে তুলে দেয়ার চেষ্টা করেন। এরই মধ্যে শিক্ষার্থীসহ স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে কলেজ চত্বরে থাকা শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জসহ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোঁড়ে। ঘটনার সময় অন্তত ১০ জন ছাত্র-জনতা আহত হন।

এদিকে, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ এনে ঘটনার দিন ১৮ জুন বিকেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস এবং শিক্ষার্থী রাহুল দেব রায়কে গলায় জুতার মালা পরান বিক্ষুদ্ধরা।

গত ১৮ জুন অধ্যক্ষ স্বপন কুমারকে লাঞ্ছনার ঘটনায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে গঠিত তদন্ত কমিটি দুটির প্রতিবেদন আগামীকাল জমা দেয়ার কথা রয়েছে।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক