শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের চট্টগ্রাম
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. ইসলামিক
  8. কবিতা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি সংবাদ

অবহেলায় বিলিন হয়ে যাচ্ছে, খানসামা উপজেলার জমিদার বাড়ি।

প্রতিবেদক
দৈনিক ভোরের আওয়াজ
ডিসেম্বর ২৪, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ

অবহেলায় বিলিন হয়ে যাচ্ছে, খানসামা উপজেলার জমিদার বাড়ি।  দিনাজপুর জেলার খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের অধীনস্থ একটি গ্রাম জয়গঞ্জ। আর এই জয়গঞ্জ গ্রামেই অবস্থিত ঐতিহাসিক এই জমিদার বাড়ি।
এই জমিদার বাড়িটি তিনটি নামে পরিচিত। “খানসামা জমিদার বাড়ি”, “খানসামার জয়সঙ্করের জমিদার বাড়ি” ও “জয়গঞ্জ জমিদার বাড়ি” নামে পরিচিত। তবে এই জমিদার বাড়ি কবে নাগাদ প্রতিষ্ঠিত হয় এবং কে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা তা জানা যায়নি। তবে কথিত আছে, ভারতবর্ষে যখন জমিদারি প্রথা চালু ছিল, তখন থেকেই এই এলাকায় এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা এবং কোনো জমিদারের ইতিহাসে নাম না থাকলেও শেষ জমিদারের রয়েছে। শেষ জমিদারের নাম জয়শঙ্কর। তার নামানুসারে এই এই গ্রামের নামকরণ করা হয় জয়গঞ্জ। তার জমিদারির আমলেই এখানে গড়ে উঠে জয়গঞ্জ বাজার। যা প্রায় বিশ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। পরবর্তীতে দেশ ভাগের আগেই জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর শেষ জমিদার জয়শঙ্কর প্রায় ১০০ একর জমি এবং জমিদার বাড়িটি রেখে ভারতের শিলিগুড়িতে চলে যান। জমিদার বাড়িটিতে একতলা একটি প্রাসাদ রয়েছে এবং এর মধ্যে থাকার ঘর, বসার ঘর, মালামাল রাখার ঘর ও মন্দির রয়েছে।
সরেজমিনে দেখা যায়,জমিদার বাড়িটি বর্তমানে গরু,ছাগল এবং আবর্জনা ফেলার একটি উপযুক্ত জায়গা হিসেবে পরিণত হয়েছে।
জয়শঙ্কর জমিদার বাড়ি থেকেই শাসন করা হত , জয়গঞ্জ,আলোকঝাড়ী,ধর্মপুর,সহজপুর,চুন্ডীপুর,শুশুলিসহ আশপাশের এলাকা।
জমিদারী প্রথা বিলুপ্ত হওয়ার পর থেকেই ভবন গুলো পরিত্যক্ত অবস্থায় আছে। আনুমানিক ৮০ থেকে ১০০ বছর আগে বিলুপ্ত হওয়া এই জমিদার বাড়ির দুটি দালানের মধ্যে একটি ভেঙ্গে গেছে, অক্ষত অপর দালানটিও নষ্টের পথে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসীর কাছে জানা যায়,জয়শঙ্কর জমিদার বাড়ির চারপাশে সরকারিভাবে গড়ে উঠেছে আদর্শগ্রাম। জমিদার বাড়ির তিনটি পুকুর থাকলেও সেগুলো আদর্শগ্রামের লোকরাই ব্যবহার করে থাকে। জমি,পুকুর ব্যবহার করলেও জমিদার বাড়িটির দিকে তেমন কারো নজর নেই।
পুরনো সেই জমিদার বাড়ির যত্ন নেওয়ার জন্য আহবান জানায় এলাকাবাসী।ইতিহাসের এসব প্রাচীন সাক্ষী  আগামী প্রজম্মের কাছে তুলে ধরে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার দায়িত্ব সরকারের।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য নির্বাচিত

স্বপ্নের একাংশ পূর্ণ হলেও বাকি স্বপ্নরা এভাবে হারিয়ে যায়.

লালপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

শিবগঞ্জের সাব রেজিস্ট্রি অফিসের ঘটনা তদন্তে নিবন্ধন অধিদপ্তরের প্রতিনিধি দল।

ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০ জানুয়ারি

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ-৩: ভোটের শুরুতেই ধাওয়া-পাল্টা ধাওয়া

নিষেধাজ্ঞার মধ্যেই বঙ্গোপসাগরে অবাধে চলছে মাছ শিকার

মীরসরাইয়ে মিনিবার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান পশ্চিম খৈয়াছড়া ফুটবল টিম

ছাত্রলীগের ৩০তম সম্মেলন আগামীকাল মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকাসমূহে রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-রমনা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানিয়েছে, ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে যানজট পরিহারের জন্য রাজধানীর কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাবি মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাবি ভাস্কর্য ক্রসিং, উপাচার্য ভবন ক্রসিং এলাকায় সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে।

নারায়ণগঞ্জ বন্দর মদনগঞ্জে পার্ক পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন মেয়র আইভি-