বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি চায় জাপান। সামরিক সরঞ্জাম কেনার জন্যে বাংলাদেশ উৎস বহুমুখী করতে চাইছে।
এক্ষেত্রে, বাংলাদেশ বিমানবাহিনীর জন্য মোবাইল রাডার বিক্রি করতে চায় জাপান। ঢাকায় জাপানের বিদায়ি রাষ্ট্রদূত ইতো নাওকি শনিবার যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন
জাপানি রাষ্ট্রদূত বলেন, বাজেট সহায়তার জন্য বাংলাদেশ জাপানের কাছে অর্থ চেয়েছে। জাপান এটা বিবেচনা করছে।
বাংলাদেশের নির্বাচন নিয়ে তার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জাপান সরকারের প্রতিনিধি হিসাবে তার প্রত্যাশার কথা তিনি বলেছেন। তারা আগের চেয়ে ভালো নির্বাচন চান। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন সফরের অপেক্ষা তার সরকার করছে বলেও জানান নাওকি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৯ নভেম্বর জাপান সফরে যাওয়ার কথা ছিল। বাংলাদেশ সরকার সফরটি স্থগিত করেছে। সূত্রমতে, জাপানে কোভিড পরিস্থিতির অবনতি এবং দেশটিতে কয়েকজন মন্ত্রী পদত্যাগ করায় সফর স্থগিত হয়। সফরের নতুন তারিখ কবে হবে সে বিষয়ে কেউ ধারণা দিতে পারছেন না। তবে জাপানের রাষ্ট্রদূত বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় তারা অনেক চুক্তির আশা করছেন।