ভারত সরকারের পক্ষ থেকে চুয়াডাঙ্গা পৌরসভা ও সদর হাসপাতালকে উপহার হিসেবে দেওয়া দেড় কোটি টাকা মূল্যের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি কোনো কাজে লাগছে না। আইসিইউ সুবিধাসংবলিত বিশেষায়িত অ্যাম্বুলেন্স ২টি এক বছর ধরে পড়ে আছে। এতে অ্যাম্বুলেন্স ২টির আয়ুষ্কাল নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরের মার্চে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। তখন ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী। ওই বছরের নভেম্বরে চুয়াডাঙ্গা পৌরসভা ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে একটি করে ২টি অ্যাম্বুলেন্স দেওয়া হয়। কিন্তু সদর হাসপাতালেরটা সিভিল সার্জন কার্যালয় চত্বরে খোলা আকাশের নিচে অ্যাম্বুলেন্সটি পড়ে আছে। আর পৌরসভারটা গ্যারেজে পড়ে আছে। বাংলাদেশ-ভারতের পতাকাসংবলিত অ্যাম্বুলেন্সটির গায়ে ধুলাবালুর আস্তর। স্থানীয়রা জানান ধুলা বাড়িতে ফেলে না রেখে অ্যাম্বুলেন্স ২টি চালু করলে জেলা ও আশপাশে জেলার মানুষ উপকৃত হবে। স্বাস্থ্যখাতে যোগে হবে নতুম মাত্রা।এ বিষয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মুন্সী আতাউর রহমানের সাথে একাধিকবার যোগাযোগেট চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি, এছাড়া এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হয়নি।