আখাউড়ায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ আবু ছালেক, এস.আই(নিরস্ত্র) মোঃ মহিন উদ্দিন, এ.এস.আই(নিরস্ত্র) মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১২/০২/২০২৩ তারিখে, দুপুর ১টা.১৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ১নং মনিয়ন্দ ইউপিস্থ, মনিয়ন্দ উত্তরপাড়া শ্রী শ্রী রাম সুন্দর আশ্রমের মেইন গেইটের সামনে চেয়ারম্যান অফিস গামী পাকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য (চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ কামাল প্রকাশ পাটোয়ারি(৩৮),কে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে, পিতা-মোঃ হোসেন মিয়া, মাতা-রাবিয়া বেগম, সাং-শিবপুর(মহেশপুরের পূর্ব দিকে মসজিদের পাশে, ২নং ওয়ার্ড), থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি মাদক মামলা রয়েছে।
অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম জানান,
গ্রেফতারকৃত আসামীকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এবং মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।