ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া চাঁনপুর গ্রামে স্বাধীনতা সংগ্রামের সময়ের মর্টার শেল উদ্ধার করেছেন পুলিশ।
আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের চাঁদপুর পশ্চিম পাড়ায় আবু তাহের মিয়ার বাড়িতে মাটি কাটার সময় মাটির নিচে এম -৬০ একটি মর্টার শেল পাওয়া গেছে। প্রথম একটি শিশু এটি দেখতে পেয়ে ঘরে নিয়ে লুকিয়ে রাখে। পরে অত্র ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া বিষয়টি দেখতে পেয়ে প্রশাসন কে অবহিত করেন। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে জব্দ করেন।