আখাউড়া পুলিশের অভিযানে (৪) জন অটোচোর গ্রেফতার।
মোঃ আলী হোসেন ভূঁইয়া আখাউড়া উপজেলা প্রতিনিধি :-
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ
সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেন মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব কামরুল ইসলাম, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আসাদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে আখাউড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে চোরাই যাওয়া (১)টি অটোরিক্সা ব্যাটারী বিহীন উদ্ধার এবং চোর চক্রের (৪) জন অটো চোরকে গ্রেফতার করা হয়। এসআই (নিরস্ত্র) আবু ছালেক ও সঙ্গীয় অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ মহিন উদ্দিন ও ফোর্সের সহায়তায় (১)টি টিম আখাউড়া থানাধীন খরমপুর বাইপাস এলাকা হইতে (১)। টিপু মিয়া (৩০), পিতা-মৃত বাবুল ভূইয়া প্রকাশ মিন্টু, মাতা-নাজমা বেগম,সাং-কোড্ডা ভূইয়া বাড়ি, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া,(২)। রেহান ভূইয়া প্রকাশ রায়হান ভূইয়া(২৯), পিতা-ইকবাল ভূইয়া, মাতা-রহিমা খাতুন,সাং-কোড্ডা(মধ্যপাড়া, ভূইয়া বাড়ি), থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, বর্তমানে সাং-রুপনগর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া,৩। মোঃ সাদ্দাম ভূইয়া(২৫), পিতা-বাদল ভূইয়া, মাতা-হনুফা বেগম,৪। সাদিম ভূইয়া(২১), পিতা-আবুল হোসেন ভূইয়া, মাতা-রুনা বেগম, সাং-কোড্ডা ভূইয়া বাড়ি, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে (১)টি চোরাই যাওয়া অটোরিক্সা যাহা ব্যাটারীবিহীন সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, মামলার বাদী মোঃ মিন্টু মিয়া(৩৬), পিতা-মৃত সায়েব আলী, সাং-মনিয়ন্দ(দিঘীর দক্ষিনপাড়),থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়া জানান যে গত ইং- ১৬/০১/২০২৩ তারিখ, সন্ধ্যা অনুমান ০৭,টার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভার অন্তর্গত সড়ক বাজারস্থ আখাউড়া রেলওয়ে মসজিদের সামনে পাকা রাস্তার পাশে হইতে বাদীর (১)টি ব্যাটারী চালিত অটোরিক্সা চুরি হওয়ার দায়ে থানায় অভিযোগ দায়ের করিলে আখাউড়া থানার মামলা নং-২৬, তাং-২৩/০১/২০২৩, ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদের অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আখাউড়া থানা প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদে এই তথ্য জানায়।