নারায়নগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড, তৈমুর আলম খন্দকার বলেছেন আমাদের লজ্জা আমরা এখনো দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে মুক্ত করতে পারিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে মুক্ত করতে পারলে সব সমস্যার সমাধান হবে। বুধবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় মাসদাইর এলাকায় নিজ বাড়িতে খালেদা জিয়ার মুক্তি ও ১০ ডিসেম্বর ঢাকায় গনসমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভায় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন তারেক জিয়ার মামলা পরিচালনা করতে যেয়ে আমি গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছিলাম। আমি কখনো দলবিমূখ হয়নি, বিএনপিতে ছিলাম বিএনপিতেই থাকবো দলপরিবর্তন করবো না। কারন এ দলের নেতাকর্মীরা দুর্দিনে আমার সাথে ছিলো এখনো আছে। আমি শুনেছি আমার এখানে আসলে না কি অনেকের পদপদবী চলে যায়। এ বাড়ির সঙ্গে অনেক ইতিহাস রয়েছে বিএনপি করি বিধায় এখানে হামলাও হয়েছে। আমার ডাকে সাড়া দিয়ে আজ কে আপনারা এখানে এসেছেন আমাকে ভালোবাসেন বলেই। আপনাদের ভাগ্যের সাথে আমার ভাগ্য জরিত, মহান আল্লাহ পাক ভাগ্যে যা রেখেছেন তাই হবে। এ্যাড, তৈমুর বলেন আমরা যদি ঢাকায় যেতে না পারি তাহলে ঐদিন ডিসি অফিসের থাকবো। আমার বহিষ্কার নিয়ে আমি এতোটা চিন্তিত নই, কারন পদপদবীর জন্য রাজনিতি করিনা মানুষের সেবা করার জন্য রাজনিতি করি। আমরা যে কোনো উপায় হোক ১০ ডিসেম্বর ঢাকায় যাবোই। এসময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা কাউন্সিলর সুলতান আহম্মেদ, এ্যাড,সামসুজ্জাম ভাসানী, এ্যাড,সামসগজ্জামান খোকন,আনোয়ার হোসেন দ্বীপু, ছাত্রদলের সাবেক নেতা সরকার আলম, মোঃ কামাল উদ্দিন, ফতুল্লা থানা শ্রমিক দলের নেতা বাবুল আহমেদ, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, যুবদলের নেতা জাহাঙ্গীর মাদবর, মনোয়ার হোসেন সখন। উপস্হিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, শ্রমিক নেতা আজগর আলী, ১৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বকুল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মোঃ মিঠু আহম্মেদ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি