সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন ২০২২-এর ঘোষণাপত্র কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ এ আরাফাত বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে।
আমার এই বিশ্বাসের পেছনে কারণ হলো আমরা সার্ভে করি। আমরা দেখেছি— গোটা বাংলাদেশজুড়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতৃত্বের ওপর মানুষের আস্থা অনেক বেশি।
শনিবার (৩ ডিসেম্বর) দেশের একটি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন মোহাম্মদ এ আরাফাত।
যখন বাংলাদেশের প্রবৃদ্ধির হার নিয়ে দুশ্চিন্তা নেই। বৈশ্বিক কারণে খানিকটা রেমিট্যান্স কমেছে, কিন্তু তারপরেও প্রবৃদ্ধির ওপরে খুব একটি প্রভাব পড়বে না বলছে সরকার। সেই বাস্তবতায় এসে বাংলাদেশকে যখন আইএমএফের কাছে ঋণ চাইতে হয়, এটিকে অনেকে বাংলাদেশের অর্থনৈতিক ব্যর্থতা বলছে, এ বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ এ আরাফাত বলেন, যারা এটিকে বাংলাদেশের অর্থনৈতিক ব্যর্থতা বলছে— কারা তারা? যারা অর্থনীতিবিদ কিন্তু রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা নেই, তারা কেউ এ কথা বলছে না। তারা বলছে— এটা একটা বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ছাড়া দেশের উন্নয়নের সঙ্গে এই ঋণ চাওয়ার মধ্যে একটি সম্পর্ক যারা তৈরি করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশে আমি বলতে চাই— সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলের (এসডিজি) সবচেয়ে বড় অর্থনীতিবিদ জেফরি শ্যাক্স, তিনি তো আওয়ামী লীগের কোনো সদস্য নন। তিনি বলেছেন, আওয়ামী লীগের এই আমলে ইম্প্রেসিভ ডেভলপমেন্ট হয়েছে। ২০১৫ থেকে ২০২০
পর্যন্ত এসডিজির যতগুলো গোল আছে, তার প্রোগ্রেসে বাংলাদেশ বিশ্বের মধ্যে ১ নম্বরে আছে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বলেছেন, বাংলাদেশের ডেভলপমেন্ট বিশ্বকে চমকে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এনরিক মোরা বলেছেন, গত ১০ বছরের ডেভলপমেন্ট অত্যন্ত ইম্প্রেসিভ। এমন পর্যায়ে বাংলাদেশ পৌঁছে গেছে, আগে বাংলাদেশের সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের ভিত্তি এখন আর কার্যকর নয়। বাংলাদেশের সঙ্গে অন্য পর্যায়ের সম্পর্ক তৈরি করতে হবে। কারণ, এই অঞ্চলে বাংলাদেশের প্রভাব বেড়ে যাচ্ছে। এই আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতিগুলো কি ভুল?
এই আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতিগুলো কি ভুল? এ ক্ষেত্রে আগে আপনাকে মানতে হবে ডেভলপমেন্ট হয়েছে। অর্থনীতির সব সূচক বলছে, ডেভলপমেন্ট হয়েছে। কিন্তু আজকে বিশ্বের বাস্তবতা কী? যে দেশগুলোর ডেভলপমেন্ট আরও ৪০ বছর আগে হয়েছিল, যারা উন্নত দেশ হয়ে গিয়েছিল; তারাও তো আজকে বিপদে আছে। বাংলাদেশ তো বিচ্ছিন্ন দ্বীপে বাস করে না। গ্লোবাল সিস্টেমের মধ্যে আমরা আছি। কাজেই করোনা মহামারি, যুদ্ধ গোটা বিশ্বকে টালমাটাল করে ফেলেছে। কিন্তু বাংলাদেশের কিছুই হবে না, এটা ভাবা তো বোকামি। কাজেই আমাদের যে আইএমএফের কাছ থেকে ঋণ নেওয়ার কথা ভাবা হচ্ছে, এটা একটা সতর্কতামূলক ব্যবস্থা। এই মুহূর্তে আমাদের ঋণ লাগবে না।