“আজও তার পদধ্বনি শুনি” কবিতার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি তার হৃদয় নিংড়ানো ভালবাসা প্রকাশ পেয়েছে:–
রিপোর্টার: সাইদ আল মামুন।
নাম : আজও তাঁর পদধ্বনি শুনি
লেখক : কাজী আনারকলি
ধরন : কবিতা
প্রকাশনী : আগামী প্রকাশনী
মুদ্রিত মূল্য : ৩০০ টাকা
কবি, কথা সাহিত্যক, ছড়াকার ও প্রাবন্ধিক কাজী আনারকলির ‘আজও তাঁর পদধ্বনি শুনি’ কাব্যগ্রন্থটির প্রতিটি কবিতায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ও বতর্মান বৈশ্বিক ভাবনা সমূহ স্থান পেয়েছে। শিশুকাল থেকেই যে তার মনের অভ্যন্তরে বঙ্গবন্ধুর নাম প্রোথিত হয়েছিল সেটাই উপজীব্য করে তুলেছেন এই কাব্যগ্রন্থে। টুঙ্গিপাড়ার সেই খোকা বাংলাদেশের স্থপতি এবং তাঁর পরিবারের ঘাতকদলের হাতে হৃদয়বিদারক মৃত্যুর মর্মান্তিক দৃশ্য সাবলীল ভাবে অঙ্কন করেছেন তার ‘ইতিহাস কথা বলে’ কবিতায়। তিনি কবিতাটি আটটি পর্বে সাজিয়েছেন। তিনি ঘাতকদের হাতে বঙ্গবন্ধুর আকস্মিক মৃত্যুকে মৃত্যু মনে করেন না। তাই কবি অন্য এক কবিতায় বলেন, “সঞ্জীবনী সুধা পানে তুমি হয়েছো অমর…”
বঙ্গবন্ধু ও বাংলাদেশ যে একই সমান্তরালে আজও চলছে, এটা তিনি মনে মনে অনুধাবন করেন। তিনি আজও পথ চলতে গিয়ে অবচেতন মনে বঙ্গবন্ধুর পদধ্বনি শুনেন। ‘আজও তাঁর পদধ্বনি শুনি’ কবিতার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি তার হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রকাশ করেছেন।
এই কাব্যগ্রন্থের কিছু কবিতায় যে সময়কে উপজীব্য করা হয়েছে… সে সময়টা ছিল একটা সদ্যস্বাধীন দেশের জন্য অনিশ্চয়তার চরম সময়। তিনি আমাদের জাতীয় ইতিহাসের শোকাবহ ঘটনাগুলোকে যেভাবে কবিতায় উপস্থাপন করেছেন তা সত্যিই অনন্য। কোনো কোনো কবিতায় বঙ্গবন্ধুর চারিত্রিক বৈশিষ্ট্য, আপোষহীন সংগ্রামী-চেতনা, মানবিক মূল্যবোধ, স্বদেশপ্রেমের অতুলনীয় চিত্র ফুটিয়ে তুলেছেন।
তিনি ‘প্রেম’ কবিতায় দশটি পর্বে প্রেমকে ভিন্ন ভিন্ন রূপে চিত্রিত করেছেন। তার কবিতার শব্দ চয়নে চমৎকারিত্ব আছে।
আশা করি, কাজী আনারকলির এই কাব্যগ্রন্থটি পাঠক সমাজ সমাদরে গ্রহণ করবে।