আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরা দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গায় বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে শশাডাঙ্গা গ্রামের ভূমিদস্যু মৃত কওছার বিশ্বাসের ছেলে সামছুর বিশ্বাস ও তার সহকারি স্থানীয় খোকন বিশ্বাসের বিরুদ্ধে।
সরেজমিনে গেলে শশাডাঙ্গা গ্রামের মৃত সুপদ সরদারের ছেলে অনিল সরকার বলেন, শশাডাঙ্গা গ্রামের জগন্নাথপুর মৌজার ১০৮৫ দাগে ৯শতক জমিপ্রাপ্ত হয়ে ঘর বানিয়ে দখল করছি। আমরা সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে থাকি। হঠাৎ ভূমিদস্যু সামছুর বিশ্বাস ওই জমি ক্রয় করেছে এমন অভিযোগে আমাদের ওই জমি দখল করে নেবে এমন হুমকি দিলে আমি আদালতে ১৪৫ ধারায় মামলা করি। আদালত ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ প্রদান করে।
তবে আদালতের ওই নির্দেশ অমান্য করে একই এলাকার মৃত মুরারী মোহনের ছেলে প্রকাশের ইন্ধনে এবং মৃত কৃষ্ণপদ ঠাকুরের ছেলে হেমন্ত ঢালী ও ঠাকুর ঢালীর যোগসাজসে ভূমিদস্যু সামছুর বিশ্বাস ও খোকন বিশ্বাস আমাদের ঘরবাড়ি ভেঙে ওই জমিতে স্থাপনা নির্মাণ শুরু করে। বিষয়টি আমি থানাকে অবহিত করলে সাথে সাথে পুলিশ এসে স্থাপনা নির্মাণ বন্ধ করে দেয় এবং আদালতের রায় না আসা পর্যন্ত স্থাপনা নির্মাণ ও কোন প্রকার আইনশ্খৃলার অবনতি না হয় সে ব্যাপারে নির্দেশনা প্রদান করে। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত সামছুর বিশ্বাস বলেন, আমি আমার ক্রয়কৃত জমিতে স্থাপনা নির্মাণ করছি।