সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃ্হস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে অলোচনা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মতিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনছুর আলী চৌধুরী,লক্ষ্মীপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব এলাহি সানী প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।