শনিবার , ১৮ মার্চ ২০২৩ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের চট্টগ্রাম
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. ইসলামিক
  8. কবিতা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি সংবাদ

আমি ভাগ্যবান দেশ স্বাধীনের যুদ্ধে অংশ গ্রহণ করার সুযোগ আমার হয়েছিল -মোস্তাফিজুর রহমান ফিজার এমপি 

প্রতিবেদক
দৈনিক ভোরের আওয়াজ
মার্চ ১৮, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ
আমি ভাগ্যবান দেশ স্বাধীনের যুদ্ধে অংশ গ্রহণ করার সুযোগ আমার হয়েছিল -মোস্তাফিজুর রহমান ফিজার এমপি 

আমি ভাগ্যবান দেশ স্বাধীনের যুদ্ধে অংশ গ্রহণ করার সুযোগ আমার হয়েছিল -মোস্তাফিজুর রহমান ফিজার এমপি
মোঃআসাদুর রহমান হাবিব <>
দিনাজপুরের ফুলবাড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী উপজেলার রুদ্রানী মিনি স্টেডিয়ামে জাতির জনকের জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রমিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা মুশফিকুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টা মোস্তাফিজুর রহমান ফিজার এমপির কনিষ্ঠ কন্যা ফারজানা রহমান শিমলা, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,দিনাজপুর জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান জিরু শামসুন্নাহার, ফুলবাড়ি পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ মামুন,খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন আজকের সংগ্রাম মুক্তির সংগ্রাম ,আজকের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই মহামন্ত্রটিই দেশ স্বাধীনে সকলকে উদ্বুদ্ধ করেছিল ,আমি সৌভাগ্যবান যে আজ থেকে ৫২ বছর আগে আমিও সেই যুদ্ধে অংশগ্রহণ করি। তিনি আরো বলেন দেশে এখন সবকিছু আছে, এখন শুধু দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই দেশকে কারা এগিয়ে নিয়ে যাবে? বর্তমান সময়ের যুবকদেরকেই এই দেশ এগিয়ে নিয়ে তেযে হবে, তাই পদক মুক্ত যুব সমাজ গড়তে হবে, উন্মুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির আয়োজনে শেখ রাসেল স্মৃতি বালিকা ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
খেলা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর পরিচালক তারিকুজ্জামান শুভ।
উক্ত খেলায় অংশগ্রহণ করেন বগুড়া বালিকা ফুটবল দল ও পঞ্চগড় বালিকা ফুটবল দল। মনমুগ্ধকর এই খেলা দেখতে দূর দুরান্ত থেকে কয়েক হাজার দর্শকের উপস্থিতি হয় খেলায় এক শূন্য গোলে পঞ্চগড় বালিকা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বগুড়া বালিকা ফুটবল দল।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য নির্বাচিত