শুক্রবার , ১১ নভেম্বর ২০২২ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের চট্টগ্রাম
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. ইসলামিক
  8. কবিতা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি সংবাদ

আলহামদুলিল্লাহ ৪টি বাড়ি নিউইয়র্কে: কাজী মারুফ

প্রতিবেদক
দৈনিক ভোরের আওয়াজ
নভেম্বর ১১, ২০২২ ৯:৫৭ পূর্বাহ্ণ

ঢাকাই ছবির প্রখ্যাত পরিচালক ও অভিনেতা কাজী হায়াতের ছেলে কাজী মারুফ এখন আর সিনেমায় কাজ করেন না। স্থায়ীভাবে বসবাস করছেন সুদূর আমেরিকায়। ২০১৯ সালে দেশটির গ্রিন কার্ড পান তিনি।

অভিনয় যার রক্তে তিনি কেন দেশ ছেড়ে মার্কিন মুলুকে প্রবাসী হলেন? কেমন চলছে তার প্রবাসী জীবন?

 

ঢাকাই ছবির প্রখ্যাত পরিচালক ও অভিনেতা কাজী হায়াতের ছেলে কাজী মারুফ এখন আর সিনেমায় কাজ করেন না। স্থায়ীভাবে বসবাস করছেন সুদূর আমেরিকায়। ২০১৯ সালে দেশটির গ্রিন কার্ড পান তিনি।

অভিনয় যার রক্তে তিনি কেন দেশ ছেড়ে মার্কিন মুলুকে প্রবাসী হলেন? কেমন চলছে তার প্রবাসী জীবন?

 

এর আগে ‘ইতিহাস’খ্যাত এই নায়ক অকপটেই জানিয়েছিলেন, রুটি-রুজির তাগিদে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে এসেছেন। আর সবার মতো এখানে কাজ করে জীবন নির্বাহ করছেন।

এবার এ নায়ক জানালেন, সেখানে শুধু থাকছেনই না। ইতোমধ্যে চারটি বাড়ির মালিকানাও নিয়েছেন তিনি।

মঙ্গলবার কাজী মারুফ তার ফেসবুক পেজে এ কথা জানান।

নিউইয়র্কের চারটি বাড়ির ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন— ‘আলহামদুলিল্লাহ চারটি বাড়ি নিউইয়র্কে। দেশের টাকায় বাড়ি কিনিনি। এখানে কষ্ট করে বাড়ি কিনেছি। উল্টো দেশে রেমিট্যান্স পাঠাই। দেশে কিছুই নেই আমার যে দেশ থেকে টাকা নিয়ে আসব। দোয়া করবেন।’

আলহামদুলিল্লাহ বললেও এর আগের পোস্টে অবশ্য আক্ষেপ প্রকাশ করেছেন মারুফ।  বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা ব্যক্ত করেন তিনি।

সেই পোস্টে তিনি লেখেন, ‘আমি দেশকে ভালোবেসেছি কিন্তু দেশ কি আমাকে ভালোবেসেছে? লাইভে আসব কাল (আজ)। আপনাদের বলতে, কেন আমি আমেরিকাতে? বাংলাদেশে থাকতে আমিও চাই। উড়োজাহাজ দেখলে খুব ইচ্ছে করে কবে দেশে যাব। মনে ইচ্ছে হয়, কিন্তু আছে। কিন্তুর গল্প বলতে আসব কাল ইউটিউবে।’

 

প্রসঙ্গত ২০০২ সালে বাবা কাজী হায়াৎ পরিচালিত  ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে মারুফের। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন। সিনেমাটি ব্যবসা সফল হয়, সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মারুফ। এর পর প্রায় ৩৭টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

দেহরক্ষী সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসা পান। তবে ইভটিজিং সিনেমায় তার কাশেম চরিত্রটি বেশি দর্শকপ্রিয়তা পায়।

২০১৪ সালে কাজী হায়াৎ পরিচালিত তার সর্বনাশা ইয়াবা ছবিটিও ব্যবসা সফল হয়। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে  ‘অন্ধকার’, ‘অন্য মানুষ’, ‘ক্যাপ্টেন মারুফ’, ‘শ্রমিক নেতা’, ‘ গরিবের ছেলে বড়লোকের মেয়ে’, ‘আইন বড় না সন্তান বড়’,  ‘রাস্তার ছেলে’, ‘পাঁচ টাকার প্রেম’, ‘অশান্ত মন’, ‘আমার স্বপ্ন’, ‘মা আমার জান, ‘আমার মা আমার অহংকার’, ‘মায়ের জন্য মরতে পারি,‘ বড়লোকের দশ দিন গরিবের একদিন’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘ওরা আমাকে ভালো হতে দিল না’, ‘মায়ের জন্য পাগল’, ‘এক টাকার ছেলে কোটি টাকার মেয়ে’, ‘অস্ত্র ছাড়ো কলম ধরো’, ‘ওয়ান্টেড’ অন্যতম।

 

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে পুলিশে চাকুরী দেয়ার নামে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার

ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধে ১ জন নিহত

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহাত আটো চালক।

পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার (২৮জানুয়ারি)গভীর রাতে পিরোজপুর ডিবি দক্ষিণ বিভাগ,মঠবাড়িয়া অভিযান

দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে এবং পাঠ্যপুস্তকে বিতর্কিত বিষয়সমূহ বাতিলের দাবীতে বিশ্বম্ভরপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ। 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী মডেল থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়

রাজশাহীতে তেল পাম্প মালিকদের প্রতিকী ধর্মঘট চলছে।

পরকীয়া প্রেমিকের সাথেই বেনাপোলে এসেছে বলে জানা গেছে।

কুতুবদিয়ায় সোলার ব্যাটারির পানি পান করে শিশুসহ গৃহবধূর আত্মহত্যা :

কৃষির সাথে সম্পৃক্ত খানসামা উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে শিরিল মুর্ম্মু।