জনাব, শেখ বিল্লাল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল), নারায়ণগঞ্জ ও জনাব, আজিজুল হক হাওলাদার, অফিসার ইনচার্জ আড়াইহাজার থানা দ্বয়ের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৫/১১/২০২২ খ্রিঃ সন্ধ্য অনুমান-১৭.৪৫ ঘটিকার সময় আড়াইহাজার মার্কাস মসজিদ টু উচিৎপুরাগামী পাকা রাস্তায় দক্ষিণ পাড়া গ্রামস্থ থারীবাড়ীর মোড় ভাইভাই ষ্টোর” নামক ইউনুচের দোকানের সামনে হইতে একটি প্রাইভেট কার যাহার নং- ঢাকা মেট্রো-গ-৩১-২৭৮৪ সহ ৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় গাড়ীতে থাকা মাদক ব্যবসায়ী ১। মোতাহার হোসেন সেলিম (৪৪) পিতা: মৃত মফিজ উদ্দিন মিয়া, গ্রাম: দক্ষিণপাড়া, ইউনিয়ন: ফতেপুর, থানা: আড়াইহাজার, জেলা: নারায়ণগঞ্জ ও ২। আকলিমা আক্তার (৪৫), স্বামী: মোতাহার হোসেন সেলিম, পিতা: মৃত আব্দুল আউয়াল, গ্রাম: দক্ষিণপাড়া, ইউনিয়ন: ফতেপুর, থানা: আড়াইহাজার, জেলা: নারায়ণগঞ্জ ও গাড়ীর ড্রাইভার ৩। মোঃ আজিজুল হক (৩২), পিতা: মৃত হযরত আলী, গ্রাম: দক্ষিণপাড়া, ইউনিয়ন: ফতেপুর, থানা: আড়াইহাজার, জেলা: নারায়ণগঞ্জ দের পরস্পর জ্ঞাতসারে ইয়াবা বহন ও দখলে রাখার অপরাধে উপরোক্ত ইয়াবা সহ হাতেনাতে পাইয়া তাহাদের গ্রেফতার পূর্বক আড়াইহাজার থানায় আনা হয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রকৃয়াধীণ। প্রাথমিকভাবে জানা যায় ধৃত ০১ নং আসামী মোতাহার হোসেন সেলিম (৪৪) বিভিন্ন সময় দেশের বিভিন্ন এলাকায় মাদকের বানিজ্য করে আটক হয়েছে এবং ডিএমপি এর যাত্রাবাড়ী থানার এফআইআর নং-৪৪/৫১০, তারিখ- ১৩ জুলাই, ২০১৯; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; অভিযোগ পত্রে অভিযুক্ত (এজাহারনামীয়)একজন মাদক প্রফেশনাল মাদক কারবারি।
রিপোর্ট –