ইডেন কলেজ ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে সভাপতিসহ ৭ জন আহত হয়েছেন। আহত অবস্থায় সভাপতিকে সন্ধ্যায় হাসপাতালে নেয়া হয়। অন্যদিকে ছাত্রলীগের একাংশের তোপের মুখে ক্যাম্পাস থেকে পুলিশ প্রহরায় সাধারণ সম্পাদককে বের করে নেয়া হয়। এর আগে ছাত্রলীগের এই অংশটি শীর্ষ দুই নেত্রীকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে।
এর আগে ২৪ ঘণ্টার মধ্যে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে পদত্যাগের আল্টিমেটাম দেয় ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। ঘটনা তদন্তে কেন্দ্রীয় ছাত্রলীগ দুই সদস্যেল তদন্ত কমিটি গঠন করলেও তা প্রত্যাখ্যান করেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধরের অভিযোগের পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।