দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশের মেধাবী, দূরদর্শী ও বলিষ্ঠ প্রধানমন্ত্রী ১৯৪৭ সালের ২৮শে সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বুধবার বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা মোড়স্থ ডাকবাংলো মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেছের সভাপতিত্বে এতে টেলিকন্ফারেন্সে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি।
অন্যান্যের মধ্যে ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম,সহ সভাপতি আব্দুন নাছের বাবুল, শাহাদত হোসেন স্বাধীন,হাবিবুর রহমান চৌধুরী শাহিন,যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র শেখ আঃ কাদের,সাংগঠনিক সম্পাদক সর্দার জাকিউল হক, মোঃ আঃ খালেক আকন্দ,কোষাধ্যক্ষ মোঃ মোর্শেদুর রহমান খান মাসুম,উপ দপ্তর সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সভাপতি শ্রী অংকন কর্মকার,যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু,যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজ্জামান লাজু,মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজি আজাদ তানিয়া,,যুব মহিলা লীগ সভাপতি আবিদা সুলতানা যুথী,ছাত্রলীগ সভাপতি নুরে আজাদ ইমরান প্রমূখ বক্তব্য রাখেন।
পরে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কেক কেটে ৭৬তম জন্মদিন পালন করেন উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ডের সকল সংগঠনের নেতৃবৃন্দ।