জামালপুরের ইসলামপুরে ১৯৮৫ সালে স্থাপিত ঐতিহ্যবাহী ইসলামপুর উপজেলা প্রেসক্লাবের সংস্কার পরবর্তী ভবনের শুভ উদ্বোধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান এমপি।তিনি বলেছেন, এখনো আমাদের ৫/৬ মাসের রিজার্ভ রয়েছে। চিন্তার কোন কারণ নেই ৫/৬ মাসের খাদ্যও মজুদ রয়েছে। সামনের যে ফসল আছে সেই ফসল প্রকৃতিক দূর্যোগে যদি নষ্টও হয় সেজন্য সরকার আড়াই হাজার মেট্রিক টন গম-চাল আমদানী করেছে যাতে সংকট মোকাবেলা করতে পারে। বিদ্যুতের সমস্যা অচিরেই সমাধান হবে । আগামী তিন বছরের মধ্যে আমরা ৪০ হাজার মেগওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবো। তিনি সাংবাদিকদের তার উন্নয়নের পাশাপাশি ভুল ত্রুটি গুলো তুলে ধরার আহবান জানান যাতে তিনি ভুল শুধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারেন।
প্রেসক্লাবের সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র শেখ আব্দুল কাদের , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হাসান রুমান , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, এম এ সামাদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান প্রমূখ।
ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় অন্যানের মধ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি হালিম দুলাল, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সিনিয়র সহ সভাপতি কোরবান আলী, সাবেক যুগ্ম-সাধারণ আব্দুস সামাদ, সম্মানিত সদস্য শফিকুর রহমান শিবলী বক্তব্য রাখেন।
এসময় ইসলামপুর প্রেসক্লাবের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।