উত্তরবঙ্গ সাহিত্য পরিষদে বিজয়ী কবি রফিকুল ইসলাম কে অভিনন্দন
মোঃআমজাদ আলী
কবি পরিচিতিঃ মোঃ রফিকুল ইসলাম।পিতা মৃত-হাসিম উদ্দিন-মাতা মৃত- জোবেদা খাতুন,
জন্ম তারিখঃ ৩১/০৫/১৯৬৬ ইং
জন্মস্থানঃগ্রাম-লঙ্কা খলা,ডাকঘর – শাহাগন্জ,থানা – গৌরীপুর,জেলা – ময়মনসিংহ।
স্থায়ী ঠিকানাঃগ্রাম -কৃষ্ট চাঁদপুর (বারিধারা), ডাকঘর+উপজেলা – বিরামপুর, জেলা – দিনাজপুর ।
বিবাহিত জীবনে দুই কন্যা ও এক পুত্রের জনক।বাবার চাকরি সূত্রে ১৯৭৫ সালে জন্মস্থান ছেড়ে তিনি দিনাজপুরে চলে আসেন।এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ হতে না পেরে সেখানেই লেখাপড়ার ইতি ঘটে। বাবার বড় সংসার তাই অনেক কষ্ট ও লড়াই যুদ্ধ করে বড় হয়েছেন কবি রফিকুল ইসলাম। তিনি আল্লাহর দরবারে লাখোকুটি শুকরিয়া আদায় করে বলেন, বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য সরকারি ব্যাংক”জনতা ব্যাংক লিমিটেড” এ কেয়ারটেকার স্টাফ হিসাবে কর্মরত আছেন ও পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করছেন।ছোট থেকেই লেখালেখির অনেক শখ ছিল কবির।এযাবৎ কবির শত কবিতা, গল্পটা কবিতা ও কাব্যের,সাদা কালো ভালোবাসা,রক্তাক্ত কারবালা,টুঙ্গিপাড়ার বজ্রকন্ঠ ও মেঘের লুকোচুরি,গল্পটা কবিতা ও কাব্য সংকলন ২ ও সবুজ বাংলা নামক যৌথ কাব্য গ্রন্থে তার লেখায় স্থান পেয়েছে।
২০২৩ বই মেলা উপলক্ষ্যে কবির একক কাব্য গ্রন্থ স্বপ্ন বিলাসী প্রেম প্রকাশের অপেক্ষায় আছে। কলকাতার বিখ্যাত পত্রিকা বাংলার রেনেসাঁয় কবির লেখা প্রকাশিত হয়েছে।কবি বলেন,তার কোন একটা লেখাও যদি পাঠকের হৃদয় স্পর্শ করতে পারে তবেই নিজেকে ধন্য মনে করবেন।কবি রাজশাহী সাহিত্য পরিষদের সম্মানিত সভাপতির পদে অধিষ্ঠিত আছেন।
কবি উওরবঙ্গ সাহিত্য পরিষদের পাশাপাশি বিভিন্ন সাহিত্য পরিষদে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে উত্তরবঙ্গ সাহিত্য পরিষদ তথা সমস্ত বাংলাদেশে ব্যাপক সুনাম অর্জন করেছেন। আমরা কবির সুন্দর আগামী ভবিষ্যৎ কামনা করছি।