উত্তরের জন পদ রাজশাহী ও রংপুর বিভাগের শীতের দাপটে নিম্ন আয়ের মানুষের চরম দুর্ভোগে বিশেষ করে রাজশাহী জেলার কৃষকরা ইরি বোরো ধান চাষ করে বর্তমানে তীব্র কুয়াশায় বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। 🥔 আলুর জন্য খ্যাত বরেন্দ্র অঞ্চলে তানোর উপজেলা এই উপজেলা থেকে দেশের বিভিন্ন স্থানে আলু সরবারহ করা হয় । সারা দিন কুয়াশা ও কনকনে শীতে কাঁপছে কাজ করতে পারছে না আলু ক্ষেতে । তাপমাত্রা ৯.১ সেঃডিঃ তাপমাত্রা কনকনে শীতে বিভিন্ন শীত জনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান বয়স্ক শিশুরা আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করেন । 🥔 চাষী দূঃ চিন্তায় কপালে ভাঁজ।
তানোর উপজেলা পিকে কামরুজ্জামান।