এইচএসসি পরিক্ষা ২০২২ এ বগুড়ার দুই কলেজের সবাই ফেল
আসিফ মাহবুব,বগুড়া প্রতিনিধি:
রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বগুড়া জেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করেনি। ফলে শিক্ষা প্রতিষ্ঠান ২টিতে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। এই ২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১২ জন শিক্ষার্থী।
বগুড়া জেলা শিক্ষা অফিসার এই তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়া জেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- বগুড়ার ধুনট উপজেলার বিশ্বহরীগাছা বোহালগাছা বহুমুখী কলেজের ৬ পরীক্ষার্থী। এদের ৬ জনই একটি করে বিষয়ে ফেল করে।
এ ছাড়াও জেলার কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে ৬ জন শিক্ষার্থী এইচএসসিতে রেজিষ্ট্রেশন করে তবে তাদের মধ্যে একজন পরীক্ষায় অংশগ্রহণ করেন না। বাকী ৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলে তারা একটি বিষয়ে সবাই ফেল করেন।
বগুড়ার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীরা পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণগুলো কলেজ প্রধানদের কাছে জানতে চাওয়া হবে।