জয়ন্ত বনিক
মাদারীপুরের রাজৈরের সানেরপাড়ে এইচএসসি পরীক্ষার্থী মোহনা আক্তারের(১৮)। চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান এই পরীক্ষার্থী।
মোহনা সানেরপাড়ের অটোচালক কিরন শেখ এর বড় মেয়ে ও এবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরিবার ও স্থানীয়রা জানান,
(গত ৭ ডিসেম্বর বুধবার ) দুপুরে সানেরপাড়ের বাসা থেকে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য বের হয়ে সানেরপাড়ে ঢাকা -বরিশাল মহাসড়কে দাড়িয়ে থাকার সময় পিছন থেকে অবৈধ অটোবাইক এসে ধাক্কা দেয় এবং অটোবাইকটি তার মাথায় গলায় ও বুকের উপর দিয়ে চাপা দিয়ে সটকে পরে, তখন স্থানীয়রা আহত মোহনাকে উদ্ধার করে প্রথম রাজৈর হাসপাতালে নিয়ে যায় পরে উন্নত চিকিৎসার ঢাকায় নিয়ে এলে চিকিৎসক তাকে আইসিউতে ভর্তি করে।
এসময় মোহনা মৃত্যুর সাথে লড়াই করে
( ৯ ডিসেম্বর) শুক্রবার ভোররাতে আইসিউতেই মৃত্যুবরন করে।
মোহনার মৃতদেহ সানেরপাড়ের বাসায় আসার পর শোকের মাতন চলছে পরিবার ও স্বজনদের মাঝে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।