সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল কাল থেকে শুরু এশিয়া কাপের পনেরোতম আসর। শনিবার উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। এবারের আসরে মোট ১৩টি ম্যাচের ১০টিই অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ৩টি ম্যাচ হবে শারজায়।
মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু হবে বাংলাদেশের। অনুশীলনের জন্য আর দুদিন সময় হাতে আছে টাইগারদের। দ্বিতীয় দিনে ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সের দেখভালে প্রস্তুতি সারে সাকিবের দল। নতুন কোন দলের হাতে এশিয়া কাপের শিরোপা দেখতে চান সাকিব। প্রথম ম্যাচ জয় দিয়ে শুরুর লক্ষ্য টাইগার অধিনায়কের।