এসএসসি’র ফলাফলে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা জেলা ঘুরে গেলেন ঢাকা থেকে আগত এক ঝাঁক নবীন শিক্ষার্থী। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ২০২২ সালের ফলাফলে যশোর বোর্ডে ৯৫ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে এবারও ভালো ফলে শীর্ষ স্থান দখলকারী সাতক্ষীরা জেলা ঘুরে বেজায় খুশি ঢাকার একদল তরুণ শিক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বিবিএ’র শিক্ষার্থী এবং প্রায় সকলে ঢাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী।
- তাদের ধারনা ছিল, সাতক্ষীরা বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা এবং উপকূলীয় অঞ্চল। কিভাবে এত ভাল ফলাফল করে সেরার তালিকায় যেতে পারে সাতক্ষীরা জেলা। তারা মনে করেছিল ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান নেই সাতক্ষীরায়। তাদের সব ধারণা বদলে দিয়েছে সাতক্ষীরার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তাদের এমনই একটি নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজনীন আরা নাজুর আমন্ত্রণে সাতক্ষীরা বেড়াতে আসে ওই তরুণ শিক্ষার্থীরা। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুভূতি ব্যক্ত করেন শেখ হামিম মাহদীর দাঈন, জাহিন ইমতিয়াজ ভূঞা, সাআদাত মোস্তাফিজ খান, শেখ মোহাম্মদ সমিথ হোসেন, শাহ্ নাসিফ ফারদিন, আব্দুল্লাহ আল-মুয়ীয তাহমিদ, মীর তাসনিম ইসলাম ও মীর সিবাত সিনদিদ প্রমুখ।