ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ী মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিফাত নামে একজনকে কুপিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষ, আহত রিফাত সরদার কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের
মৃত্যু মফিজুল সরদারের ছেলে।
গতকাল (২৬ অক্টোবর ২০২২) বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ভূরঘাটা নামক স্থানে অবস্থিত কুন্ডুবাড়ী মেলা প্রাঙ্গনে।
গুরুতর আহত অবস্থায় রিফাতকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর/ ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দেন, আহত রিফাত বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই বিষয় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য এই কুন্ডুবাড়ী মেলাকে কেন্দ্র করে মেলার মাঠে গত ২০১৮ সালে মামুন ওরফ আবির মাতুব্বর নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছিল।