শুক্রবার , ৪ নভেম্বর ২০২২ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের চট্টগ্রাম
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. ইসলামিক
  8. কবিতা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি সংবাদ

কালকিনিতে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু।

প্রতিবেদক
দৈনিক ভোরের আওয়াজ
নভেম্বর ৪, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ

নানা বাড়ি বেড়াতে এসে মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে মো. হোজাই আলম নামে পাঁচ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার শিকারমঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হোজাই আলম একই এলাকার ভবানীপুর গ্রামের আবুল কালামের নাতি এবং ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ এলাকার আসনাবাদ গ্রামের আসিকুর জামানের ছেলে।
নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, নিহত ওই শিশু তার মা সুমাইয়া বেগমের সাথে বেশ কয়েকদিন আগে তার নানা বাড়ি বেড়াতে আসেন। কিন্তু শিশু হোজাই আলম পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে হঠাৎ করে পাঁ পিচলে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজি শেষে স্থানীয় লোকজন পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, আমরা জেনেছি পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য নির্বাচিত