কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা শরীফে ৫৯ তম বাৎসরিক ওরছ শরীফ উপলক্ষে চলছে প্রস্তুতি
আব্দুল মালেক গাজী, বিশেষ প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা শরীফে ৫৯ তম বাৎসরিক ওরছ শরীফ অনুষ্ঠিত হবে আগামী ৯,১০ ও ১১ ফেব্রুয়ারি। তিনদিন ব্যাপী এই ওরছ শরীফের প্রস্তুতি নিয়ে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক খোকন জানান, ওরছ শফরীকে কেন্দ্র করে এরই মধ্যে গেট, প্যান্ডেল, লাইটিং, সিসি ক্যামেরা, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, আবাসন ব্যবস্থা, খানার মাঠ, রন্ধনশালাসহ নানা ধরনের প্রস্তুতি এগিয়ে চলেছে।
মিশন কর্মকর্তা-কর্মচারীদের দিন-রাত পরিশ্রমের পাশাপাশি প্রতিদিন কাজ করছে নানা পেশার অসংখ্য মিস্ত্রী, লেবার ও স্বেচ্ছাসেবকরা। ওরজ শরীফে দেশ-বিদেশের প্রখ্যাত আলেমগণ পবিত্র কোরআন ও হাদীসের আলোকে ওলি-আউলিয়াদের জীবন-দর্শন এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রাখবেন। আগামী ১১ ফেব্রুয়ারি সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে ৩ দিনব্যাপী নলতার পবিত্র ওরছ শরীফ শেষ হবে।
আসন্ন পীর কেবলার ৫৯তম বার্ষিক ওরছ শরীফ সফল করতে মিশনের পক্ষ থেকে সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ এনামুল হক খোকন।