কুমিল্লা বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামে মাছের ঘেরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ আগস্ট) রাতে বরুড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলী মুর্তজা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় ওই গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন, আরিফপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে ইসমাইল (৪) ও বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা গ্রামের শাহ আলমের মেয়ে রোজা (৬)। তারা ফুফাতো ও মামাতো ভাইবোন।
জানা গেছে, রোজা ও ইসমাইল মঙ্গলবার সন্ধ্যায় খেলাধুলা শেষে বাড়ির পাশে মাছের ঘেরে গোসল করতে নেমে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে সন্দেহের বশে বাড়ির পাশে মাছের ঘেরে খোঁজা শুরু করে। এ সময় স্থানীয়রা ইসমাইল ও রোজার মরদেহ ঘেরে খুঁজে পায়।
এ বিষয়ে বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।