কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে প্রার্থী হওয়ায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে গিয়াস উদ্দিন পিস্তুলকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর)সকালে দলীয় প্যাডে জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস মাসুদের স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার আদেশ দেওয়া হয়।
মিরপুর উপজেলা কৃষক লীগের সভাপতি জমির উদ্দিন জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী এনামুল হক বাবলুর বিরুদ্ধে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পিস্তল চিথলিয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এতে তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে গিয়াস উদ্দিন পিস্তল বলেন,আমি দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। কিন্তু আমাকে নৌকা দেওয়া হয় নাই। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি।
এদিকে গিয়াস উদ্দিন পিস্তল এক সময় বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলো বলে জানা গেছে,নিজ স্বার্থে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে উপজেলা কৃষক লীগের লোভনীয় সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নেন।
উল্লেখ্য এই ইউপি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর।