কুষ্টিয়ার খোকসায় অস্ত্রসহ আটক এক
কুষ্টিয়ার খোকসায় অস্ত্রসহ বাবু শেখ (৫২) নামের একজনকে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক বাবু শেখ উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
থানা সুত্রে জানা যায়, সকাল সাড়ে ১০ টার দিকে ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে সন্দেহজনক বাবু শেখকে গ্রেফতার করে খোকসা থানা পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক আনুমানিক দুপুর দেড় টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ খালপাড়া গ্রামস্ত মৃত হোসেন শেখের পুত্র জিয়ারত শেখের পুকুরের দক্ষিণ পাড়ের ছাই গাদার মধ্যে হইতে পরিত্যক্ত অবস্থায় কাটের হাতল যুক্ত ২৪ ইঞ্চি একটি পাইপ গান উদ্ধার করে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত আসামির বিরুদ্ধে খোকসা থানায় মামলা প্রক্রিয়াধীন।