ছবি: আহলে সুন্নাত ও খুদ্দামুল মুসলেমীন যৌথ উদ্যোগে কুয়েতে খতমে গৌছিয়া
ও ফাতেহা এয়াজ দাহুম শরীফ মাহফিলে উপস্থিতির একাংশ
মোঃ আয়ুব মিয়াজী, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি
গত ১১ নভেম্বর (শুক্রবার) রুজি ষ্টোর সংলগ্ন ইবাদত খানায় বাংলাদেশ আহলে
সুন্নাত ওয়াল জামাআত ও আন্জুমানে খুদ্দামুল মুসলেমীন কুয়েত কেন্দ্রীয়
পরিষদের যৌথ উদ্যোগে পবিত্র দরসুল কোরান ও খতমে গৌছিয়া ও ফাতেহা এয়াজ
দাহুম শরীফ মোহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে কোরআন তেলেওয়াত ও নাতে
রাসুল সঃ পড়ার মাধ্যমে পবিত্র মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিল পরিচালনা করেন মুঃ জয়নাল আবদিন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ
আহলে সুন্নাত ওয়াল জমাআ’ত কুয়েত কেন্দ্রীই পরিষদ। পবিত্র কুরআন শরিফ
থেকে তেলেওয়াত করেন মুঃ সেলিম উদ্দিন, নাতে রাসুল সঃ পড়েন মোহাম্মদ
সাইফুদ্দীন দপ্তর সম্পাদক বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জমাআ’ত কুয়েত
কেন্দ্রীই পরিষদ ও বাহাদুর আলম।
এতে আরোও বক্তব্য রাখেন, মুঃ আবু নাছের, সভাপতি আন্জুমানে খুদ্দামুল
মুসলেমিন কুয়েত কেন্দ্রীয় পরিষদ, মুঃ জয়নাল আব্দিন, সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত, আলম বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল
জামাআত, মুঃ ইদ্রিস প্রচার সম্পাদক বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত,
মুঃ আব্দুল কাইয়ুম।
এতে আরো উপস্থিত ছিলেন, মুঃ আবু তৈয়ব, মুঃ নাজিম উদ্দীন, মুঃ খোকন, মুঃ
জাপর, মুঃ হাসান, মুঃ আবুল কালাম, মোহাম্মদ আবু তালেব সহ আরো অনেকেই।
মিলাদ, কেয়াম, দোআ ও তাবারুক বিতরণের মাধ্যমেই মাহফিল শেষ হয়।