পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের মায়ের দোয়া ডেইরি ফার্মে হামলা করে নগদ টাকা লুট করে নিয়ে গেছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা এতে গুরুতর আহত হয়েছেন ফার্মের মালিক জাফর ইকবাল।
অভিযোগ সূত্রে জানা যায়, ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামে মায়ের দোয়া ডেইরী ফার্ম দিয়ে দীর্ঘ ১০ বছর ব্যবসা করে আসছিলো শেখ জাফর ইকবাল। তার ব্যবসার সফলতা দেখে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী আজিজ গাজীর নেতৃত্বে জসিম গাজী (৩৫), জাহাঙ্গীর গাজী (২৫), আল আমিন মল্লিক (২৫), রাব্বি গাজী (২৩), নাজমা বেগম (৪৫), পিয়ারা বেগম (৫০), পারুল বেগম (৩৫), সাথী বেগম (৩২), বিজলী বেগম (৩২) সহ আরো অনেকে শুক্রবার বিকাল ২.৩০ মিনিটের সময় (৬ জানুয়ারি) দলবল নিয়ে হামলা করে। হামলায় গুরুতর আহত হন ডেইরী ফার্মের মালিক শেখ জাফর ইকবাল, স্ত্রী মোসাঃ লাকি আক্তার, মিলন সিকদার, বরকত গাজী।
মায়ের দোয়া ডেইরী ফার্মের মালিক শেখ জাফর ইকবাল বলেন, আমি আটখালী গ্রামে ডেইরী ফার্ম করার পর থেকেই স্থানীয় সন্ত্রাসীরা আমার কাছে বিভিন্ন সময় চাঁদার টাকা দাবী করে। তারা অত্যান্ত খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। আইন কানুনে কোন তোয়াক্কা করে না। তাদের বিভিন্ন অজুহাতে দাবী কৃত চাঁদার টাকা না দিলেই প্রায়ই আমার ডেইরী ফার্মে এসে হামলা করে। টাকা পয়সা না দিলে খুন জখমের হুমকি দেয় প্রতিনিয়ত। আমি প্রতিবাদ করলে সন্ত্রাসীরা আমাকে এলোপাথারী মারপিট করে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং খুনের উদ্দেশ্যে রাব্বি গাজী লোহার রড দিয়ে মাথা লক্ষ্য করে আঘাত করে। আমার স্ত্রী লাকি এগিয়ে আসলে তার উপরে এলোপাথারী মারপিট করে তাহার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে কাপর চোপর টানা হেচড়া করে শ্লীলতাহানী করে। আমার ফার্মেল মধ্যে কাঠের বাক্সে রক্ষিত গরুর ফার্মের ব্যবসার রাখা নগদ ১ লাখ ৯৫ হাজার ৭ শত টাকা এবং আমার স্ত্রীর গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্নের চেইন যার আনুমানিক মূল্য ৭৮ হাজার টাকা জোর পূর্বক নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা মিলন সিকদার মারপিট থামাতে আসলে তাকে মাথা লক্ষ্য করে আঘাত করলে ডান হাতের অনামিকা আঙ্গুলে পরে গুরুত্বর ফাটা রক্তাক্ত জখম হয়। আমাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে।
অভিযুক্ত আজিজ গাজীর সাথে যোগাযোগ করলে তিবি বলেন, আমাদের সাথে তাদের পারিবারিক অনেক ঝামেলা আছে।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি আমি নিজে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।#