পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের ১যুগ পরে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় পানপট্টি ইউনিয়ন পরিষদ সংলগ্ন পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এসময় পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ কুদ্দুস মেলকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর। উদ্বোধন করেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আঃ মন্নান। বিশেষ অতিথি ছিলেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফা টিটো, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাফিজুর রহমান সবির গাজী, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু.সাহিন। এছাড়াও আরো উপস্থিত থাকেন সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওবায়দুল ইসলাম,তপন বিশ্বাস,জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ার্না মার্জিয়া নিতু, উপজেলা আওয়ামী লীগের সহ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুশীল চন্দ্র বিশ্বাস, কাওছার তালুকদার, সমীর দেবনাথ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীগন ও ইউনিয়নের সাধারণ জনগন। সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।