গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন
পটুয়াখালী প্রতিনিধি
“দুঘর্টনা -দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর গলাচিপায় কুচকাওয়াজ ও মহড়ার মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ১৫-১৭ নভেম্বর ২০২২ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা ফায়ার স্টেশন চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাইফুল ইসলাম জাতীয় পতাকা ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন ফায়ার সার্ভিসের বিভাগীয় পতাকা উত্তোলন করে এবং আনুষ্ঠানিক ভাবে ফায়ার সপ্তাহ -২০২২ এর শুভ উদ্বোধন করেন। পরে গলাচিপা ফায়ার স্টেশন অফিসার মো. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, প্রেসক্লাব সভাপতি মো. খালিদ হোসেন মিল্টন। এসময় ফায়ার স্টেশনের টিম লিডার মো. মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা, সূধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।