গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটো চালকের লাশ উদ্ধার।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা ফাঁসিতলা এলাকায় সিংড়ের বিলে হাত পা বাধা লাশ ভাসমান অবস্থায় শনিবার( ২১ জানুয়ারী) দুপুরের পর উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। উদ্ধার হওয়া ব্যাক্তি উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নিখোঁজ অটো ভ্যানচালক বলে জানা গেছে!
গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নে কাটা ফাঁসিতলা এলাকায় সাহেবগঞ্জ ইক্ষু খামারের স্বপনের দখলকৃত বিল থেকে কনক মিয়া নামে এ ব্যাক্তির লাশ পাওয়া যায়!
সে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফুল মিয়ার ছেলে মো. কনক মিয়া (১৯)বলে জানা যায়। রবিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নিজের অটো বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি।এর আগে নিখোঁজ ব্যাক্তির সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় হারানো জিডি করা হয়েছিলো। অবশেষে তার নিথর দেহটি কে বা কারা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
সংবাদ প্রেরক,
মোঃ নাফিউল ইসলাম
গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা। মোবাইল ০১৭১২৮৭৮৬৯৭