গাজীপুরের শ্রীপুরে কংক্রিট ব্লক তৈরির কারখানা উদ্বোধন
কামাল হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় কংক্রিট ব্লক তৈরির কারখানা শুভ উদ্বোধন করলেন জাকারিয়া কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠান।
ইটের ভাটা থেকে নির্গত কালো ধোঁয়া ও বিষাক্ত কার্বনে পরিবেশের ক্ষতি কমাতে তৈরি হচ্ছে এই ব্লক কারখানা। এসব ব্লক যেমন সাশ্রয়ী, তেমনি টেকসই। এসব চিন্তা মাথায় রেখে শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে শ্রীপুরের উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের কাফিলাতলী গ্রামে এই কারখানাটি উদ্বোধন করেন জাকারিয়া কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরি প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার পরিবেশ বান্ধব ও টেকসই নির্মাণ সামগ্রির বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান বাংলাদেশ হাউজ এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট এর সার্বিক সহয়তায় পরিবেশ বান্ধব ও টেকসই নির্মাণ সামগ্রী প্রস্তুতকল্পে জাকারিয়া কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরী এর যাত্রা শুরু করলো।
তিনি আরো বলেন, ব্লক তৈরিতে সিমেন্ট, বালু ও পাথর ব্যবহার করা হয়। এতে কৃষিজমি ও পরিবেশের ওপর কোন ক্ষতিকর প্রভাব পরেনা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক পরিচালক মো. ইফতেখারুল ইসলাম রাজিব সিরাজি। উপদেষ্টা হিসেবে ছিলেন, মিজানুর রহমান মনির, রাজিব সিরাজী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলার বিভিন্ন ডিলার এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ সাংবাদিকরা।