গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেটে এলাকার একটি মুদি দোকান থেকে কাবিখা’র সরকারি ৫০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। তবে এঘটনায় ওই দোকানি সহ জড়িত কাউকে আটক করা যায়নি।
বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেটের মাসুম এর মুদি দোকানে খাদ্য অধিদপ্তরের বিক্রয় অযোগ্য কাবিখা’র সরকারি চাল অবৈধ ভাবে বিক্রয়ের জন্য মজুদ রাখে। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই মুদি দোকান থেকে ৫০ বস্তা চাল উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাতাব উদ্দিন জানান, রাতে অভিযান চালিয়ে ৫০ বস্তায় প্রায় দেড় হাজার কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এসব সরকারি চাল দোকানে কিংবা অন্যত্র বিক্রি করার কোন নিয়ম নেই। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা পক্রিয়াধীন রয়েছে।