গাজীপুরে নিখোঁজের দু’দিন পর পুকুর থেকে কিশোরীর লাশ উদ্ধার
কামাল হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর জেলার সদর উপজেলায় নিখোঁজের দু’দিন পর একটি পুকুর থেকে রেশমা আক্তার (১৪) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
শুক্রবার (২০ জানুয়ারি) সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পুর্ব ডগরী এলাকার মুন্সী মার্কেট এর পূর্ব পার্শ্বে বাদলের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত রেশমা আক্তার রংপুর জেলার বদরগঞ্জ থানার শ্যামপুর কলেজ পাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। বর্তমানে স্থানীয় শামীমের বাড়িতে মা-বাবার সাথে ভাড়া থাকেন।
এলাকাবাসী জানান, স্থানীয় বাদলের পুকুরে একটি কিশোরীর লাশ ভেসে উঠে। পরে আশ পাশের লোকজন দেখতেপেয়ে জরুরি সেবা ’’৯৯৯’’ এ ফোন দিলে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে লাশ উদ্ধার করে।
জয়দেপুর থানার এসআই মোন্নাফ হোসেন জানান, নিহত রেশমা আক্তার বাবা-মার এক মাত্র মেয়ে, সে সাঁতার জানতো না। তার বাবা মা চাকরি করায় বেশিরভাগ সময় রংপুরেই থাকতো। মাঝে মাঝে এখানে বেড়াতে আসতো। মা-বাবার সাথে অভিমান করে এমন ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাতাব উদ্দিন জানান, নিহত রেশমা আক্তার মা বাবার সাথে অভিমান করে দু’দিন আগে বাড়ি থেকে বের হয়। এ ঘটনায় তার পরিবারের কেউ থানায় কোন অভিযোগ বা সাধারণ ডায়েরি করেনি। শুক্রবার সকালে পুকুর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।