গাজীপুরের শ্রীপুরে ডার্ড কম্পোজিট কারখানার একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলা রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়া বাড়ি এলাকায় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টায় ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীপুর ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা দের ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঝুট গোডাউনে মালিক সাবেক চেয়ারম্যান মো.ফারুক হোসেন জানান, ৭ বছর আগে মাসিক চুক্তিতে ডার্ড কম্পোজিট কারখানার কর্তৃপক্ষের কাছে ভাড়া দেওয়া হয়। এরপর থেকে তাদের নিজস্ব সিকিউরিটির মাধ্যমে এটা পরিচালনা করছে। কোন বিদ্যুতের লাইন না থাকার পরেও কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটে এর সুষ্ঠু তদন্ত চেয়ে বিচারের দাবি করেন। এবং এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার কয় ক্ষতি হয়েছে বলেও জানান।
এলাকাবাসী জানান, আগুন দেখে স্থানীয়রা প্রথমে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে শ্রীপুর ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
এ ব্যাপারে ডার্ড কম্পোজিট কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা কেউ কথা বলতে রাজি হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।