গোলাপগঞ্জের সাবেক চেয়ারম্যানের উপরে হামলায় ঘটনায় গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বানিগাজী গ্রামের আনোয়ার হোসেন (৮২) এর উপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার ভোরে বানিগাজী গ্রাম থেকে অভিযানে পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বুধবারীবাজার ইউনিয়নের বানিগাজী গ্রামের মুবজিল আলীর ছেলে এমরান আহমদ (৪০) ও মৃত মতাছিম আলীর ছেলে আবুল কাশেম বশর (৫০)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।
মামলার সুত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি আনোয়ার হোসেনের মালিকানাধীন বৃহত্তর চন্দরপুর গ্রাম উন্নয়ন বন্ধন নামের একটি অফিসের আসবাবপত্র ও প্রয়োজন কাগজ এবং অফিসের ড্রয়ারে থাকা নগদ অর্থ সহ প্রায় সাড়ে লক্ষ টাকার মালামাল ছুরি করে নিয়ে যাওয়া হয়।
ওইদিন বিকেল ৫টার দিকে আনোয়ার হোসেন এ ঘটনা কে করেছে জানতে চাইলে বিবাদীগণের কাছে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে আরো ২/৩ জনকে সাথে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসীর উপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনার পর আনোয়ার হোসেন বাদী হয়ে অভিযুক্ত দুই জনের নাম উল্লেখ ও আরো ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-১৫, ১৪-০২-২০২২ইং) দায়ের করেন।