গোলাপগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার দু’জন যাত্রী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। এঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর এওলাটিকর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ও আহতের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।