মানব_কল্যাণে_
#তরুনরা_সবখানে_
এই স্লোগানকে সামনে রেখে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার,
গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির মানবতার দেয়াল পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ-৪৩, শিবগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য
জনাব ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, পরিদর্শনকালে
এমপি বলেন এই সংগঠনটি রক্তদান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজগুলো বর্তমান সময়ের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতাম , আজকে আমার জন্মদিনে এসে সরাসরি দেখলাম যারা এই গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির মানবতার দেয়ালের উদ্যোগ নিয়েছেন তাদেরকে,
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আর আমি এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশে সব সময় থাকবো ইনশাআল্লাহ।
আরো উপস্থিত ছিলেন ছত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ সোনু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,
গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির প্রতিষ্ঠাতা পরিচালক আলমগীর জয়।
জয় বলেন, আমরা দুই বছর থেকে সামাজিক ও মানবিক কাজ করে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি , আর আমাদের এই দেয়ালটি পরিদর্শনে আসার জন্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি স্যারকে গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে আমাদের পরিবারের জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করছি । আরো উপস্থিত ছিলেন সংগঠনের মডারেটর সহ বিভিন্ন ব্যক্তিবর্গরা।