গৌরনদী উপজেলার মেদাকুল বাজারের মুদি দোকানের তালা ভেঙ্গে রাতের আধারে চুরির ঘটনা ঘটে। মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের সংরক্ষিত সাবেক মহিলা মেম্বার নাছিমা বেগম এর ঘর থেকে চুরিকৃত মালামাল উদ্ধার করল পুলিশ।
গতকাল রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাছিমা বেগম এর ছেলে মোঃ ঝলক বেপারী(১৬) গতকাল রাতে গৌরনদী উপজেলার মেদাকুল বাজারের তৈয়ব আলী আকনের মুদি দোকানে তালা ভেঙ্গে চুরি করে পালানোর সময় স্থানীয় এলাকাবাসি দেখেন এবং আটকের চেষ্টা করেন।
এক পর্যায় সাবেক মহিলা ইউপি সদস্যর বাড়িতে গিয়ে,ভুক্তভোগী ও এলাকাবাসি চুরিকৃত নগদ অর্থ,মালামাল ফেরত চাইলে, সাবেক মেম্বার নাছিমা বেগম ভুল স্বীকার করে মালামাল ও নগদ টাকা ঘর থেকে বের করে দেন।
এ সময় গ্রাম পুলিশ ডাসার থানায় খবর দিলে, পুলিশ ঘটনা স্থানে গিয়ে চুরিকৃত নগদ অর্থ (৪১৭০) চার হাজার সত্তর টাকা ও বিভিন্ন ব্যান্ডের ১১৮ (একশত আঠারো প্যাকেট সিগারেট উদ্ধার করেন।
ভুক্তভোগী দোকান মালিক বলেন, এঘটায় মামলার প্রস্তুতি চলছে।