ঘাটাইল রিপোর্টার্স ইউনিটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারী (রবিবার) সন্ধ্যায় পৌর এলাকার কলেজ মোড় চত্তরে উক্ত কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঘাটাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাহাতুজ্জামান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাফসান সাইফ সন্ধির সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ মিয়া, জামুরিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান (হেস্টিংস), ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আলোক হেলথ্ কেয়ারের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ লোকমান হোসেন, ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুম মিয়া, ঘাটাইল সরকারি কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম লেবু বলেন, ঘাটাইলের সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদের বিরুদ্ধে আপনারা লিখবেন। আপনারা ঘাটাইলের গণমানুষের কথা বলবেন। আজ থেকে ২ বছর আগে ঘাটাইল রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই শুভক্ষণে আমি এই সাংবাদিক ভাইদের পাশে ছিলাম।
এসময় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে ঘাটাইল রিপোর্টার্স ইউনিটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।