বারইয়ারহাট-রামগড় সড়কের মিরসরাইয়ের কালাপানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আসাদুল্লাহ ফেনী পরশুরামের পূর্ব সাহেবনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় হেঁয়াকোগামী ইটবোঝাই একটি ট্রাকের সাথে বারইয়ারহাটমুখী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আসাদুল্লাহ ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় ট্রাকের সহকারী ও চালক পালিয়ে যায়। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঘটনাস্থলে মোটরসাইকেলটি পাওয়া যায়নি।