চাঁপাইনবাবগঞ্জ,শিবগঞ্জে ভুক্তভোগীদের হামলায় সাব রেজিস্ট্রার আহত।
শরিফুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ,শিবগঞ্জে ভুক্তভোগীদের হামলায় সাব রেজিস্ট্রার ইউসুফ আলী গুরুত্বর আহত হয়েছেন। ১০ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে শিবগঞ্জ সাব রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত ইউসুফ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন জরুরী বিভাগের চিকিৎসক। স্থানীয়রা জানায়,শিবগঞ্জ সাব রেজিম্ট্রি অফিসের সাবেক এক কর্মচারী অবসরে যাবার পর মারা যাওয়ার পর তার স্ত্রী প্রতিবন্ধী কন্যা সন্তানের অনুকুলে পেনসনের টাকা প্রাপ্তির জন্য সুপারিশের জন্য শিবগঞ্জ সাব রেজিস্টার ইউসুফ আলীর কাছে প্রায় ১৫ মাস ধরে ঘুরেও কোন সমাধান মেলেনি। উল্টো কাজ না করে হয়রানীর অভিযোগ করা হয়। দলিল লেখকদের অযথা হয়রানী, ঘুষ, দূর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন দলিল লেখক (মহরিল) বলেন, আমরা বাধ্য হয়ে অনেকসময় তার অন্যায় আবদার মিটিয়েছি। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন দলিল লেখক বলেন, দলিল সম্পাদনে দাতা ও গ্রহীতার তথ্য ও কাগজপত্রে কোন ভুল না থাকার পরও অতিরিক্ত টাকা প্রদান না করলে তিনি দলিল সম্পাদন করেন না। সম্প্রতি একজনের কাছ থেকেই ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ভুক্তভোগীদের হামলায় আহত হন সাব রেজিস্ট্রার ইউসুফ আলী। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। এ বিষয়ে সাব রেজিস্ট্রার ইউসুফ আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।