চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রকাশিত ‘দৈনিক চাঁপাই চিত্র’ অফিসে ককটেল হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিকরা। ঘটনা দীর্ঘদিন হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার বা মামলার অগ্রগতি না হওয়ায় সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই অবস্থান কর্মসূচী পালন করে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিকরা।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনটিভির জেলা প্রতিনিধি শহীদুল হুদা অলকের সভাপতিত্বে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী চলা এই অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ‘চাঁপাই চিত্র’র সম্পাদক মোঃ কামাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুল আলম, সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার সম্পাদক জোনাব আলী, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু, মাছরাঙা টিভির প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, যমুনা টিভি’র প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, দৈনিক গৌড় বাংলা’র ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান, ডিবিসি টিভি’র প্রতিনিধি জহুরুল ইসলাম, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি ফয়সাল মাহমুদ, বিজয় টিভির প্রতিনিধি নাদিম হোসেন, সাংবাদিক কামাল সুকরানাসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য আব্দুর রব নাহিদের সঞ্চালনায় ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন জাতীয় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন এবং এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।