চাঁপাইনবাবগঞ্জ ২টি আসনে উপনির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শরিফুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ১ ফেব্রয়ারি চাঁপাইনবাবগঞ্জ দুইটি আসনের উপনির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৫ জন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন রবিবার চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহারিমা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে রিটার্ণিং কর্মকর্তা জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। এ আসনে প্রতিদ্বন্দ্বি তিনজন হলেন, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি মোঃ আব্দুল ওদুদ, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ)’র মনোনিত প্রার্থী কামরুজ্জামান খাঁন ও স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন।
অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ আসনে প্রতিদ্বন্দ্বি করছেন, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান, জাতীয় পার্টি মনোনিত মোহম্মদ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট মনোনিত মোঃ নবীউল ইসলাম, জাকের পার্টি মনোনিত মোঃ গোলাম মোস্তফা এবং স্বতন্ত্র প্রার্থী মু. খুরশিদ আলম বাচ্চু।
বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্ণিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। ১৬ জানুয়ারি সোমবার বেলা ১১টায় স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং ১ ফেব্রয়ারি উপ-নির্বাচনের ভোট গ্রহন হবে।