২৮ নভেম্বর ২০২২ ইং তারিখ সোমবার দুুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রবিউল ইসলাম আসামীর উপস্থিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামী হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মুশরীভূজা গ্রামের মৃত সুলতান আলী ছেলে মোঃ কোবাদ আলী।
মামলার এজহারের বরাত দিয়ে অতিরিক্ত পিপি রবিউল ইসলাম বলেন, ২০১৯ সালের জুলাই মাসের ৮ তারিখ দুপুরে পারিবারিক কলহের জের ধরে কোবাদ আলী তার স্ত্রী আয়েশা বেগমের গলায় হাসুয়া দিয়ে কোপ দিলে আয়েশা বেগম ঘটনাস্থলে মারা যান। এই ঘটনায় নিহত আয়েশার ছোট ভাই মুসলিম বাদী হয়ে ভোলাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক রাজু আহম্মেদ ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দায়ের করেন।
দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও শুনানি শেষে একমাত্র আসামি কোবাদ আলীর বিরুদ্ধে রায় প্রদান করেন বিচারক।