চিরিরবন্দর সাতনালা গ্রামের মোঃ আব্দুল মোত্তালেব এর বাড়িতে ২০ অক্টোবর/২০২২ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অজ্ঞতা নামক চোরেরা বাড়ি থেকে স্বর্ণালংকার ও একটি ডিজিটাল ক্যামেরা চুরি করে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে থানা পুলিশে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ দেয়। এসআই নিরস্ত্র জনাব নিতাই চন্দ্র রায় ফোর্স সহ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করিয়া ঘটনার সাথে জড়িত মোঃ আরিফুল ইসলাম(২০), পিতা মোঃ আব্দুল হালিম,গ্রাম কিসমত নশরতপুর এবং মোঃ শাকিল(২২),পিতা মোঃ ইদ্রিস আলী,গ্রাম রানীপুর পশ্চিম পাড়া, উভয় থানা চিরিরবন্দর, জেলা দিনাজপুরদ্বয়কে ওই বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার ও ডিজিটাল ক্যামেরাসহ হাতেনাতে গ্রেফতার করেন। আসামি দয়ের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু হয়েছে।
এসআই নিরস্ত্র জনাব মোঃ আলমগীর হোসেন ফোর্স সহ তেতুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদকদ্রব্য ২২ বোতল স্পিরিট অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী রঞ্জিত কুমার রায় (৪৮) পিতা মৃত রমেশ চন্দ্র রায়,গ্রাম শিঙ্গানগর,থানা চিরিরবন্দর জেলা দিনাজপুর কে হাতেনাতে গ্রেপ্তার করেন। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রুজু হয়েছে।
এসআই নিরস্ত্র জনাব মোঃ আব্দুল কাদের অপর একটি অভিযানে দল্লা বানিয়াখারী এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ আশরাফ আলী(৬০), পিতামৃত সলিমুদ্দিন গ্রাম ঢাকৈইল দল্লা বানিয়াখারী এবং শ্রী রঘুনাথ রায় (৪১),পিতা যতীন রায়, গ্রাম ঢাকৈইল অধিকারী পাড়া,উভয় থানা চিরিরবন্দর, জেলা দিনাজপুরদ্বয়কে মাদকদ্রব্য ৬০০ গ্রাম গাজা সহ হাতেনাতে গ্রেপ্তার করেন। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রুজু করা হয়েছে।